মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুরে পাইপ লাইনের কাজ চলার সময় ধস বহরমপুরে । মৃত্যু হল এক শ্রমিকের।। বহরমপুর সৈদাবাদ এলাকায় পাইপলাইনের কাজ চলছিল । সেই সময় ধস নামে। খাদে পড়ে যান দুই শ্রমিক। এক জনকে উদ্ধার করা গেলেও মৃত্যু ঘটে এক শ্রমিকের। আহত শ্রমিকদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বহরমপুরে ধস , মৃত্যু শ্রমিকের । চলছিল পাইপ লাইনের কাজ
Published By: Madhyabanga News |
Published On:
