নিজস্ব প্রতিবেদন: বহরমপুরের কাঠালিয়ায় দুই ভাইকে নৃশংস ভাবে খুনের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। ধৃত সেরিফুল সেখ, আরব সেখ, ইরাক সেখ, সাদ্দাম সেখ ও আনোয়ার সেখকে সোমবার বহরমপুর সিজেএম কোর্টে তোলা হয়। পুলিশ হেফাজতের আবেদন চেয়ে কোর্টে পাঠায় বহরমপুর থানা। জানা যায়, মাছ ধরতে গিয়ে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল দুই ভাই আঞ্জারুল সেখ ও মাঞ্জারুল সেখ। বহু খোঁজাখুঁজির পর রবিবার তাদের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে পুলিশ যায় এবং অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করে বলে জানা যায়। কি কারনে খুন- নাকি রয়েছে অন্য কোন কারণ- গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বহরমপুরে দুই ভাই খুনের ঘটনায় গ্রেপ্তার পাঁচ from IMAGIN CTv on Vimeo.