ভিন রাজ্যে কাজে গিয়ে ফেরা হল না হরিহরপাড়ার বাসিন্দা আলি আজম মন্ডলের। ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল তাঁর। মৃত্যুর খবরে শোকে পাথর পরিবার। বাড়িতে মৃত্যু সংবাদ আসতেই শোকের ছায়া হরিহরপাড়ার মামদালিপুর মিয়ারবাগান এলাকার শ্রমিক পরিবার ।
পরিবার সুত্রে জানা গিয়েছে মামদালিপুর মিয়ারবাগান এলাকার বাসিন্দা আলী আজম মন্ডল প্রায় তিন মাস আছে হায়দ্রাবাদে কাজে যান । সেখানে রাজমিস্ত্রির হেলপারের কাজ করতেন তিনি । মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিকের মা আর্জুমা বেওয়ার কাছে ফোন আসে, অসুস্থ হয়ে পড়েছেন আজম। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয় নি । মৃত্যু সংবাদ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
ইতিমধ্যেই মৃতদেহ বাড়ির উদ্যেশ্যে রওনা দিয়েছে । হঠাৎ করে কিভাবে আলী আজম মন্ডলের মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় তার আত্মীয়রাও।