মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ ফের জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার বদলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের ২৯ জন আইপিএস অফিসারের তালিকায় জঙ্গিপুরের নয়া পুলিশ সুপার হিসেবে রাহুল গোস্বামীর নাম ছিল। কিন্তু শুক্রবার রাহুল গোস্বামীকে ডায়মন্ড হারবারের পুলিশ সুপার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জায়গায় ভিজি সতীশ পশুমার্থীকে জঙ্গিপুরের পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।
সিকিম ক্যাডারের ২০১৬ ব্যাচের এই আইপিএস এতদিন কলকাতা আমর্ড পুলিশের ডেপুটি কমিশনার পদে কর্মরত ছিলেন। সাগরদিঘির উপনির্বাচনে শাসকদলের হারের পরেই জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার ভোলানাথ পান্ডেকে সরিয়ে দেওয়ায় রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। এদিন ফের এসপি বদলে নয়া নির্দেশিকায় সেই বিতর্ক উসকে দিয়েছে।
ফের এসপি বদল জঙ্গিপুরের
Published By: Madhyabanga News |
Published On:
