নিজস্ব প্রতিবেদনঃ স্ত্রী ও শিশু কন্যাকে খুনের অভিযোগে দু সপ্তাহ পর গ্রেপ্তার হলেন স্বামী মিলন সেখ। হরিরহপাড়া থানার চোঁয়া অঞ্চলের ছাতিমতলায় গত ৩রা সেপ্টেম্বর রাতে স্ত্রী পিংকি বিবি ও এক বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনার পর থেকে পলাতক ছিলেন স্বামী মিলন সেখ। মিলনকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।