নিজস্ব প্রতিবেদনঃ স্ত্রী ও শিশু কন্যাকে খুনের অভিযোগে দু সপ্তাহ পর গ্রেপ্তার হলেন স্বামী মিলন সেখ। হরিরহপাড়া থানার চোঁয়া অঞ্চলের ছাতিমতলায় গত ৩রা সেপ্টেম্বর রাতে স্ত্রী পিংকি বিবি ও এক বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার হয়। সেই ঘটনার পর থেকে পলাতক ছিলেন স্বামী মিলন সেখ। মিলনকে বৃহস্পতিবার বহরমপুর আদালতে তুলে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।
ফেরার স্বামী গ্রেপ্তার দু সপ্তাহ পর
Published on: September 17, 2020











