মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফারাক্কায় হোটেলে হানা দিয়ে প্রায় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার বিহারের ৪ বাসিন্দাকে গ্রেপ্তার করল পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে নিউ ফরাক্কার সংলগ্ন এলাকায় একটি বেসরকারি লজে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল অমরজিৎ কুমার , অজয় কুমার পাল,অভিষেক কুমার , কুমার পুষ্পরাজ । এরা সকলেই বিহারের বাসিন্দা । এদিন ঘর তাঁদের কাছ থেকে উদ্ধার হয় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার। পুলিশের প্রাথমিক অনুমান মালদার কালিয়াচক থেকে ব্রাউন সুগার নিয়ে আসেন তাঁরা, এরপর ওই মাদল বিহারের ভাগলপুরের দিকে নিয়ে যাওয়া হতো। এদিন তাঁদের ৪ দিন পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ। এই চক্রের সাথে আর কারা জড়িত তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।