মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ফারাক্কার অর্জুনপুরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল প্রাথমিক স্কুলের এক ছাত্রীর। গুরুতর জখম হয়েছে আরও এক শিশু। মৃত ছাত্রীর নাম সালমা খাতুন, বয়স ৬ । শনিবার দুপুরে স্কুল ছটির পর ৬ বছরের সালমা খাতুন ও তাঁর দাদা ৯ বছরের ইজারত সেখ বাড়ি ফিরছিল । সেই রাস্তায় এক ব্যক্তি নিজের বাড়ির সামনে মাটি কাটার কাজ করছিলেন । মাটি কাটার সময় বাড়ির দেওয়াল হঠাতই ওই দুই পড়ুয়ার উপর হুরমুরিয়ে ভেঙে পড়ে ।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে অর্জুনপুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকেরা অর্জুনপুর প্রাথমিক স্কুলের ছাত্রী সালমা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন । আহত চতুর্থ শ্রেনীর ইজারত আলী সেখানেই চিকিৎসাধীন।খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় ফারাক্কা থানার পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।