মধ্যবঙ্গ নিউজডেস্কঃ তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ফারাক্কার জোড়পুকুরিয়া এলাকায়। ওই এলাকার একটি বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয় বালতি ভর্তি তাজা বোমা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ফরাক্কা থানার পুলিশ এলাকা তল্লাশি করে ওই বোম উদ্ধার করে। বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।