ফারাক্কায় গ্রেফতার তৃণমূল অঞ্চল সভাপতি। প্রধানের স্বামীর মাথা ফাটিয়ে হাজতে

Published By: Madhyabanga News | Published On:

মিলন সরকারঃ ফারাক্কাঃ তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ। রবিবার তৃণমূলের কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে ফরাক্কা। পঞ্চায়েত প্রধানের স্বামীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পার্টি অফিসের মধ্যে সংঘর্ষে মাথা ফাটে তৃণমূল পরিচালিত ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী হৃদয় মন্ডলের। ভাঙচুর করা হয় পার্টি অফিসের বিভিন্ন সামগ্রী। অভিযোগের তীর উঠেছে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। রবিবার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে নিউ ফরাক্কা তৃণমূল কার্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য শুক্রবার ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েত ভবনে মিটিং চলাকালীন পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে তাঁকে মারধর করার অভিযোগ করেন প্রধানের স্বামী হৃদয় মন্ডল। অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতি ইমরান আলীর বিরুদ্ধে । রবিবার এই ঘটনার সালিশ করার জন্য নিউ ফরাক্কা তৃণমূল অফিসে ডেকে পাঠানো হয় দু পক্ষকেই । অভিযোগ, তারপরে তৃণমূল কংগ্রেসের নয়নসুখ অঞ্চলের সভাপতি ও প্রধান গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূল প্রধানের স্বামীর। ভাঙচুর করা হয় পার্টি অফিসের বিভিন্ন সামগ্রী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় অঞ্চল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করতে থাকায় গেলে প্রধানের স্বামীর অনুগামীদের আটকে দেওয়া হয় বলেও অভিযোগ। দুই গোষ্ঠীর মধ্যে মারধরের ঘটনায় অস্বস্তিতে তৃণমূল শিবির। তৃণমূল অঞ্চল সভাপতি ও দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ফারাক্কা থানার পুলিশ। আজ তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।