নিজস্ব প্রতিবেদন: ২০২১ এর বিধানসভা ভোটের আগে মুর্শিদাবাদের বাম শিবিরে আঘাত তৃনমূলের। ভাঙন ধরল ফরাক্কায় বাম শিবিরে। সিআইটিইউ ফরাক্কা ব্লক সভাপতি অরুণময় দাস, ফরাক্কার সিপিআইএম নেতা আব্দুস সালাম- দুই নেতার তৃনমূলে প্রত্যাবর্তন নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড়। ১ লা সেপ্টেম্বর বহরমপুরে জেলা তৃনমূল নেতৃত্বদের হাত ধরে শাসক তৃনমূলের পতাকা ধরলেন দুই বাম নেতা। মঙ্গলবার সন্ধ্যায় ফরাক্কা ব্লক তৃনমূলের পক্ষ থেকে সম্বর্ধনা জানিয়ে দলে স্বাগত জানানো হয় তাদের। যা নিয়ে প্রশ্ন উঠছে- কি এমন হল? হঠাৎ এই দলবদল? ফরাক্কার দুই বাম নেতার তৃনমূলে যোগদান প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন সাংসদ, প্রবীণ সিপিআইএম নেতা আবুল হাসনাত খান অবশ্য এই দলবদলকে ব্যক্তি স্বার্থ ছাড়া কিছুই মানতে নারাজ। তিনি বলেন, দুজনকেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। পি কে টিমের ট্র্যাপে পরেই এই দল বদল।
বাম থেকে শাসক দলে যোগদান নিয়ে- অরুণময় দাস অবশ্য বলছেন কষ্ট হলেও উপাই নেই। দল বদলালেও সম্পর্কে ফাটল ধরবে না বলেই আশাবাদী তিনি। তৃনমূল দলে যোগ দিয়ে মানুষের জন্য কাজ করবেন।