বিপজ্জনক অবস্থায় মুর্শিদাবাদের ফরাক্কার কেদারনাথ ব্রিজ। ব্রিজের রোলার বেয়ারিং ভেঙ্গে বসে গিয়েছে, ফাটল দেখা দেওয়ায় বন্ধ হল ভারী যান চলাচল। মঙ্গলবার দুপুর থেকেই ব্রিজের ওপর জনা চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এদিন দুপুরে কেদারনাথ ব্রীজে রেল লাইনে কাজ করছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মীরা। সেই সময় কর্মীরা দেখতে পান ভয়ঙ্কর অবস্থা। তড়িঘড়ি খবর দেওয়া হয় এনটিপিসিকে । এই কেদারনাথ ব্রিজ দেখভালের দায়িত্বে এনটিপিসি’র ।
কলকাতা বন্দরে জলের নাব্যতা ঠিক রাখতে ফরাক্কার ফিডার ক্যানেল কাটা হয়। সেই সময় ফরাক্কার পশ্চিম পাড়ের গ্রামের মানুষের যাতায়াতের জন্য কেদারনাথ ব্রিজ তৈরী করেছিল ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ । কিন্তু তারপর থেকে কোনরকম দেখভাল না হওয়ার কারণে আজকের এই ব্রিজের বেহাল অবস্থা বলেই ক্ষোভ স্থানীয়দের। মূলত ফরাক্কা হয়ে ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের একমাত্র এই ব্রিজ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিশ ও বেসরকারি সংস্থার প্রতিনিধি দল।