প্লাজমা ডোনেট করলেন করোনা জয়ীরা

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ করোনার ভ্যাকসিন তৈরিতে চলছে বহু পরীক্ষা নিরীক্ষা। এর মাঝেই পশ্চিমবঙ্গে আশার আলো দেখিয়েছে প্লাজমা থেরাপি। সেই প্লাজমা সংগ্রহের কাজ শুরু হল মুর্শিদাবাদ জেলায়। করোনা জয়ীদের দেহ থেকে প্লাজমা সংগ্রহ করে তা করোনায় গুরুতর অসুস্থ রোগীদের শরীরে দেওয়া হবে, যাতে সুস্থতার হার বেড়ে জেতে পারে অনেকটাই। অন্যান্য জেলাকে সাহায্যে করতে এগিয়ে এলো মুর্শিদাবাদ কোভিড ১৯ ওয়ারিওর ক্লাব। ডোনেট প্লাজমা, ফাইট করোনা এই লক্ষ নিয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং কোভিড ওয়ারিওর ক্লাব মুর্শিদাবাদের উদ্যোগে প্লাজমা ডোনেশন ক্যাম্প হল মঙ্গলবার বহরমপুরে। প্রথম পর্যায়ে এই শিবিরে প্রায় ৭০ জন ক্লাব সদস্য প্লাজমা ডোনেট করেন, যাদের মধ্যে ছিলেন পুলিশ কর্মী এবং স্বাস্থ্য কর্মীরা।

কোভিড ১৯ ওয়ারিওর ক্লাব মুর্শিদাবাদ- বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই করোনা বিরুদ্ধে লড়াই করে চলেছে। বিশেষ করে সেফ হোম, কোয়ারেনটাইনে যারা আছেন তাদের সাহস যোগানো, সুস্থ হয়ে যাওয়ার পর তাদের আবার জীবনের মূল ছন্দে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছেই। এই সমস্ত কর্মসূচীর মধ্যেই নতুন ভাবে যুক্ত হল প্লাজমা ডোনেশন কর্মসূচী।