বেদান্ত চট্টোপাধ্যায়ঃ প্রেম দিবসে শহরজুড়ে গোলাপের গন্ডগোল | এমন কথা শুনে হকচকিয়ে গেলেন তো | আসলে এই ভালবাসার দিনে অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে একদিকে যেমন গোলাপের দাম চড়া অপরদিকে গোলাপ ফুলের মত মিষ্টি নিয়ে হাজির হয়েছে শহরের মিষ্টি বিক্রেতা সুমন কল্যাণ |
মিষ্টি প্রসঙ্গে আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে গোলাপের দাম ঠিক কত ! অন্যান্য দিন বাজারে গোলাপের দাম থাকে পাঁচ টাকা থেকে কুড়ি টাকার মধ্যে!কিন্তু এই ভ্যালেন্টাইন্স ডে তে গোলাপের দাম আকাশছোঁয়া | বাজারে আজ রংবেরঙের গোলাপ | তবে আজকে এক একটি গোলাপের দাম প্রায় 40 টাকা | তবে ভালোবাসার মানুষকে একটু গোলাপের উষ্ণতা দেওয়ার জন্য বাজার থেকে গোলাপ কিনতে কিন্তু সকাল থেকেই ভিড় জমিয়েছেন প্রেমিক মানুষেরা |
আর বাঙালির কোন অনুষ্ঠানে মিষ্টি ছাড়া কিন্তু হয়না | সেই কথা মাথায় রেখে আগেই ভ্যালেন্টাইনের দিনেও মোনালিসা সুইটস এর কর্ণধার সুমন কল্যাণ ঘোষ নিয়ে এসেছেন হার্ট শেপ এর সন্দেশ এবং গোলাপ সন্দেশ | তাহলে আর দেরি কেন গোলাপ ফুলের সাথে গোলাপ সন্দেশ নিয়ে নিজের মনের মানুষটির সাথে একটু কোয়ালিটি টাইম তো কাটানোই যায় | মোটকথা আজ শহর বহরমপুর গোলাপে গোলাপে ছয়লাপ | শহর জুড়ে যেন গোলাপের গন্ডগোল |
তবে ফুল আর মিষ্টির সাথে যদি একটু চাওয়া হয় মন্দ হয় না | শীতের সন্ধ্যায় চায়ের কাপে চুমুক দিতে দিতে এই ভ্যালেন্টাইন ডে টা অন্যভাবে কাটানোই যায় | শহরের চা প্রেমীদের জন্য বিভিন্ন চা পান করার জায়গা রয়েছে ঠিকই তবে শহর বহরমপুরের কৃষ্ণ টি ষ্টল ইয়াং জেনারেশন এর জন্য চায়ের কাপে এনেছে প্রেমের স্বাদ | ফুল,মিষ্টি,চা,ঘোরাঘুরি সব মিলিয়ে শহর বহরমপুরে ভোটের গরমাগরম হাওয়াতেও “love is in the air. ”