মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বীরভূমের গ্রাম থেকে প্রেমিকের সাথে পালিয়েছিল নাবালিকা। রবিবার রাত্রে আশ্রয় নেয় প্রেমিকের আত্মীয়ের বাড়িতে। সেই বাড়িতেই উদ্ধার হল যুগলের দেহ।
যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়গ্রামের বরার গ্রামে । রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পরিবার সুত্রে জানা গিয়েছে বীরভূমের লাভপুরের দনাইপুরের বাসিন্দা বছর ২০ রাজেশ ঘোষ রবিবার রাত্রে বীরভূমের বোলপুরের এক নাবালিকাকে সাথে নিয়ে পিসির বাড়ি খড়গ্রামের বরার গ্রামে আসেন ।
রাত্রে খাওয়ার পর দুজনে একসাথে ঘুমাতে যান। সকালে ডাকাডাকি করেও তাদের কোন সাড়া মেলেনি। পরে ঘরের মধ্যে একটি ওড়নায় ফাঁস লাগানো যুগলের দেহ উদ্ধার হয়।
খবর দেওয়া হয় পুলিশে, খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।