প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাতে মুর্শিদাবাদে প্রাণ হারালেন বহু

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: প্রাকৃতিক দুর্যোগে কোথাও আবার অতি বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে দুর্ঘটনা- মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় প্রাকৃতিক দুর্যোগের কারনে প্রাণ হারালেন অনেকেই। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন জায়গায় বাজ পড়ে কমপক্ষে চার জন প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। আহত হয়েছেন অনেকেই। গত রবিবার হঠাৎ ঝড়ে গাছ ভেঙে নওদার একাধিক জায়গায় ঘটে বিপত্তি। সোমবার পৃথক তিন জায়গায় বাজ পড়ে মৃত্যু হয় তিন জনের। সোমবারই মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাতের জেরে বাজ পড়ে মত্যু হল এক শ্রমিকের। লালগোলার কালমেঘা অঞ্চলের রামচন্দ্রপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা যায়, ইট ভাটায় শ্রমিকের কাজ করতেন বেলাল হোসেন। কাজ বন্ধ থাকায় বিকেলে জমিতে গরুর জন্য ঘাস কাটতে যান তিনি। সেই সময়ই মুষলধারে বৃষ্টি শুরু হয় তার সঙ্গে শুরু হয় বজ্রপাত। আর সেই বজ্রাঘাতেই মৃত্যু হয় শ্রমিকের। স্থানীয়রা টের পেয়ে দেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহাকুমা হাসপাতালে পাঠানো হয়।

নবগ্রামের খাজুরিয়া গ্রামেও মাটির দেওয়াল চাপা পড়ে অকালে প্রাণ গেল এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম আশরাফ সেখ।পরিবার সূত্রে জানা যায়, খড় নিতে গিয়ে হঠাৎ মাটির দেওয়াল ধ্বসে পড়ে আশরাফ সেখের ওপর। স্থানীয়রা তড়িঘড়ি পলসন্ডা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলেও বাঁচানো যায় নি তাকে। পরে নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

প্রাকৃতিক দুর্যোগ, বজ্রপাতে মুর্শিদাবাদে প্রাণ হারালেন বহু from IMAGIN CTv on Vimeo.