এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ধূলিয়ানে !

Published on: October 5, 2022

মাসুদ আলিঃ  প্রতিমা বিসর্জন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল সামসেরগঞ্জে।  বুধবার বিকেল নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে । নৌকো বাইচ করে চলছিল প্রতিমা নিরঞ্জন ।  অসাবধানতা বসত নৌকো থেকে জলে পড়ে  যান ওই ব্যক্তি। মৃত ওই ব্যক্তির নাম অমিত সিংহ(৩৫) ।  বাড়ি ধুলিয়ান পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের রায়গঞ্জে।

জানা গিয়েছে, বুধবার বিকেলে নৌকায় চেপে প্রতিমা বিসর্জন করার সময় হঠাৎই নদী থেকে পড়ে যান তিনি। তড়িঘড়ি উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সাহায্যে তাকে উদ্ধার করা হয় । তারপরেই অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশ । বিসর্জন করতে গিয়ে যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।  এদিকে বিসর্জন প্রক্রিয়া দেখতে গিয়ে নৌকা থেকে গঙ্গায় পরে যান আরো দুই ব্যক্তি। বুধবার বিকেল নাগাদ ঘটনায় তড়িঘড়ি ওই দুই ব্যক্তিকে রেসকিউ টিম এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা কোনোরকমে নৌকায় তোলেন। কার্যত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তৎপরতায় প্রাণ ফিরে পান ওই দুই ব্যক্তি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now