পৌরসভা ভোটে দফায় দফায় দফায় উত্তপ্ত হল ধূলিয়ান। এদিন ধুলিয়ানের ১৩ নম্বর ওয়ার্ডে হাজি জোনাব আলী প্রাথমিক বিদ্যালয়ে তুমুল উত্তেজনা। ছাপ্পা ভোটের অভিযোগে ক্ষোভে ফেটে পরেন কংগ্রেস ও নির্দলের কর্মী সমর্থকরা। পাল্টা বুথের বাইরে মারমুখি হন তৃণমূল ও কংগ্রেস কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।
উত্তেজনা ছড়ায় বুথ ১৪ নম্বর ওয়ার্ডেও। বুথ জ্যামের অভিযোগকে কেন্দ্র করে নির্দল ও তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গণ্ডগোল বাধে । ধুলিয়ানের ১৪ নম্বর ওয়ার্ডে ৫১ নম্বর বুথে উত্তেজনা ছড়ায় । সকাল থেকেই বুথ জ্যামের অভিযোগ নিয়ে উত্তপ্ত থাকে এলাকা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে যান ফরাক্কার এসডিপিও অসিম খান। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে তাজা বোমা উদ্ধার হয়। এই ঘটনায় ৭ জনকে আটক করে পুলিশ। বন্ধ থাকে ভোট প্রক্রিয়া।