পরীক্ষায় কড়া গার্ড কেন ? শেখপাড়ায় কলেজে তান্ডব পড়ুয়াদের

Published By: Madhyabanga News | Published On:

মামুন আব্দুল কায়েমঃ পরীক্ষায় কড়া গার্ড দেওয়ার অভিযোগ তুলে মুর্শিদাবাদের শেখপাড়া জিডি কলেজে তান্ডব চলল পড়ুয়াদের। কলেজ লক্ষ্য করে ছোড়া হল ইট। পরীক্ষা হলে বোর্ড নিয়ে ঢুকতে বাধা দেওয়া হলে কলেজ কর্তৃপক্ষের ওপরও চড়াও হল পরীক্ষার্থীরা। রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে পরীক্ষার্থীরা। মুর্শিদাবাদের শেখপাড়া জিডি কলেজে শুরু হয়েছে ডিগ্রি কোর্সের থার্ড সেমেস্টারের পরীক্ষা । ডোমকল বসন্তপুর কলেজের ছাত্রছাত্রীদের সিট পড়েছে এই কলেজে। সেই পরীক্ষা ঘিরেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

লাঠি, বাঁশ, ঢিল ছুঁড়ে কলেজে ভাঙচুরের অভিযোগ উঠেছে পরীক্ষার্থীদের বিরুদ্ধে। যদিও পড়ুয়ারাও পাল্টা অভিযোগ তুলে তান্ডব শুরু করেছে। পড়ুয়াদের দাবী গতকাল কড়া গার্ড দেওয়া হয়েছে ও আজকে পড়ুয়ারা কলেজে ঢুকতে গেলে পিচ বোর্ড নিয়ে ঢোকা যাবে না এমনই নির্দেশ দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে। এরপরেই ক্ষিপ্ত পড়ুয়ারা কলেজে ভাঙচুর শুরু করে। পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা। ঘটনাস্থলে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী।