গভীর রাতে দুর্ঘটনা হরিহরপাড়ায়। নয়ানজুলিতে উল্টে গেল অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সেই ছিল এক শিশুসহ তিনজন। গভীর রাতে নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে উলটে গেল অ্যাম্বুলেন্স। হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতাপপুরের এক বাসিন্দা ছেলেকে কলকাতায় ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ১০২ অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে যায়। যদিও অল্পের জন্য বেঁচে যায় গাড়িতে থাকা এক শিশুসহ তিনজন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ। যদিও এই ঘটনার হতাহতের কোন খবর নেই।