ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল মুর্শিদাবাদের ইসলামপুরে। ইসলামপুরের হুড়শি গ্রামের পর এবার লোচনপুরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে । বুধবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই যুবককেও গ্রেফতারও করেছে ইসলামপুর থানার পুলিশ।
পরিবারের দাবি, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির সামনেই খেলা করছিল ঐ নাবালিকা। তখন প্রতিবেশী দুই যুবক ভুল বুঝিয়ে তুলে নিয়ে যায় নাবালিকাকে। পরবর্তীতে নাবালিকার চিৎকার শুনে স্থানীয়রা এসে উদ্ধার করে।
নাবালিকাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার ধৃত দুজনকে কোর্টে পাঠায় ইসলামপুর থানা।