নতুন রুপে নতুন আঙ্গিকে বহরমপুর সুইমিং ক্লাবের পথ চলা শুরু। বৈশাখের প্রথম দিনেই সূচনা হল ২০১৮ বর্ষের নতুন সিজনের প্রশিক্ষণ পর্ব। সুইমিং ক্লাবের পরিচালনায় রবিবার আনুষ্ঠানিক ভাবে সূচনা হল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, ডোমকল এসডিও তাহেরুজ্জামান সহ বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন সুইমিং ক্লাব কর্তা, খুদে থেকে অভিভবাক সকলেই। ৬ মাস ধরে চলা প্রশিক্ষণ পর্বের সুচনা হওয়ায় খুশি সকলেই।