ভর দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত পরপর চারটি বাড়ি, ঘটনায় চাঞ্চল্য ছড়াল নওদার শিবনগর গ্রামের পূর্ব পাড়া এলাকায়। অগ্নিকান্ডে সব কিছু হাড়িয়ে দিশেহারা পরিবার গুলি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে শিবনগর পূর্ব পাড়া এলাকায় হঠাতই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পরে। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌচ্ছায় দমকলের একটি ইঞ্জিন, যদিও তার আগেই ভস্মীভূত হয়ে যায় চারটি বাড়ি। অগ্নিকান্ডে চারটি বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছুঁই প্রায় পুড়ে যায়, মৃত্যু হয় গবাদী পশুরও। সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে ক্ষতগ্রস্থ পরিবার গুলি।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় বিধায়ক সাহিনা মমতাজ বেগম, ক্ষতিগ্রস্থ পরিবার গুলির সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।