ধূলিয়ানে ভোটের দিনে অশান্তিতে আহত হলেন এক পুলিশ কর্মী। ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস এবং নির্দল প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা হয়, তৈরী হয় উত্তেজনা। জমায়েত হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হয় ইট । আহত হয়েছেন একাধিক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মী নবকুমার হাঁসদা ফারাক্কা থানার কনস্টেবল।
জঙ্গিপুরের ম্যাকেঞ্জি মোড়ে ১৯ নম্বর ওয়ার্ডের তিনটি বুথে ছাপ্পার অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ। এরপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির ছবিও দেখা যায় । পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারিদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ হয়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।