মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ মুর্শিদাবাদের জঙ্গিপুরে দুর্ঘটনার কবলে তৃনমূল বিধায়ক জাকির হোসেনের গাড়ি। মোড়গ্রামে জাতীয় সড়কের উপরে ঘটে দুর্ঘটনা। সেই সময় গাড়িতেই ছিলেন জঙ্গিপুরের বিধায়ক। ৫ টি গাড়ি ছিল জাকির হোসেনের কনভয়ে। সাগরদিঘি উপনির্বাচনের প্রচার সেরে ফিরছিলেন জাকির হোসেন। জাকির হোসেন জানান, প্রচার সেরে ফেরার সময় একটি সাদা গাড়ি দাঁড়িয়ে যায় কনভয়ের সামনে। সেই সময়েই ওই গাড়িকে পাশ কাটাতে গিয়ে ঘটে দুর্ঘটনা। কনভয়ে থাকা গাড়ির সাথে ধাক্কা লাগে পিছনে থাকা প্রাক্তন মন্ত্রীর গাড়ির। আহত হয়েছেন প্রাক্তন মন্ত্রীও,। ঘটনায় তদন্তের দাবি জানিয়েছন জাকির হোসেন। কনভয়ে ছিলেন জঙ্গিপুর পৌরসভার চেয়ারম্যান থেকে ব্লক সভাপতিও। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।