মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ বহরমপুর লাগোয়া বাসুদেবখালিতে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। বহরমপুরের বাসুদেবখালি নিমতলা এলাকায় দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পরিবার সুত্রে জানা গিয়েছে পাশাপাশি বাড়ির দুই শিশু এদিন সকালে বাড়ি থেকে বেড়িয়ে হঠাৎই নিখোঁজ হয়ে যায়, অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
পরে বাড়ির পাশে পুকুরে দুজনকে ভাসতে দেখা যায়। তরিঘরি তাদের দুজনকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়। দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।