এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

দীর্ঘ দু মাস ধরে জলমগ্ন রানিতলা ডিহিপাড়া গ্রাম

Published on: September 19, 2020

নিজস্ব প্রতিবেদনঃ ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানিতলা থানা সংলগ্ন রানিতলা ডিহিপাড়া গ্রাম। গ্রামের এই এলাকা প্রায় জলের তলায়। দীর্ঘদিন ধরে জমে আছে বৃষ্টির জল। জমা জল গিয়ে ঢুকেছে স্থানীয় বাসিন্দাদের বাড়িতে। জমা জলে মিশছে নোংরা আবর্জনা, এলাকা আজ প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। গ্রামবাসীদের মনেও জমেছে একরাশ ক্ষোভ। জল বন্দি দশায় তাদের যেন দুর্দশার সীমা নেই।

প্রতিবছর বর্ষার সময় এইভাবে জলমগ্ন হয়ে পরে এলাকা। নেই নিকাশি ব্যাবস্থা তাই মাসের পর মাস এইভাবেই জমে থাকে কাদা জল। গ্রামবাসীরা জানাচ্ছেন এলাকার প্রায় 55 থেকে 60 টি বাড়ি প্রায় দু মাস ধরে এই ভাবে জলমগ্ন থাকলেও স্থানীয় পঞ্চায়েতের হুঁশ নেই, পঞ্চায়েত প্রতিনিধিদের জানিয়েও কোন ব্যাবস্থা এখনও নেওয়া হয়নি।

অন্য দিকে গ্রাম পঞ্চায়েত প্রধানের বক্তব্য জল নিষ্কাশনের উপযুক্ত জায়গা নেই। এলাকাবাসিরা জায়গা বের করে দিলে জল নিষ্কাশনের ব্যাবস্থা করা হবে।

চরম অসুবিধায় স্থানীয় বাসিন্দারা। হাঁটাচলার অযোগ্য রাস্তা দিয়েই নিত্য যাতায়াত করতে হচ্ছে। বাড়ির টিউবয়েলর গোঁড়ায় নোংরা জল জমায় পানীয় জলের কষ্টেও ভুগতে হচ্ছে প্রিবারগুলকে। অন্যদিকে জমা জলে পোকা মাকড়ের ভয়, সব নিয়েই অস্বাস্থ্যকর পরিবেশে একরাশ ক্ষোভ উগ্রে দিচ্ছেন এলাকার বাসিন্দারা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now