দল বদলের হিড়িকে তৃনমূল vs কংগ্রেসের তরজা চরমে

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: দল বদলের হিড়িকে তৃনমূল vs কংগ্রেসের তরজা চরমে. মুর্শিদাবাদ জেলায় ২১ এর নির্বাচনকে সামনে রেখে একে অপরকে টেক্কা দিতে শুরু হয়েছে প্রস্তুতি। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে দল বদলানোর হিড়িক শুরু হয়েছে। যে হিড়িক পরেছে মুর্শিদাবাদ জেলাতেও। শুক্রবারও বহরমপুরে কংগ্রেস পার্টি অফিসে সাংসদ ও লোকসভার কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃনমূল থেকে কংগ্রেসে যোগদান করলেন অনেকেই। এদিন বড়ঞার বিধায়ক প্রতিমা রজকের উপস্থিতিতে ব্লকের কল্যাণপুর, কুলী, সহরা সহ বিভিন্ন গ্রামাঞ্চল থেকে ৩৫০ জন সক্রিয় তৃনমূল নেতা কর্মী কংগ্রেসে যোগদান করেন বলেই দাবি কংগ্রেস নেতার। এই যোগদান প্রসঙ্গে কংগ্রেসের দাবি, করোনা বিধি মেনেই যতটুকু সম্ভব সেভাবেই হচ্ছে যোগদান কর্মসূচী। বালির পাহারের মতো তৃনমূল ভাঙছে মুর্শিদাবাদে।

যদিও পাল্টা কটাক্ষ করতে ছাড়েনই তৃনমূল। জেলা তৃনমূল নেতার দাবি- বহরমপুর বিধানসভা এবার তৃনমূল দখল করবে।