সদ্য লঞ্চ হওয়া ভাগীরথীর কাপ দই, মানুষের পছন্দের তালিকায় যোগ করতে উদ্যোগী ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতি। সোমবার বহরমপুরে গোরাবাজার এলাকায় বিভিন্ন আবাসনে বাড়ি বাড়ি ঘুরে কাপ দই টেস্ট করালেন সমিতির সদস্যরা।
বাংলা নববর্ষের শুরুতেই যেন না চাইতেই প্রাপ্তি। হাতে বাক্স নিয়ে ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতির কয়েকজন প্রতিনিধি বেড়িয়ে পড়েছেন এক লক্ষ্য নিয়ে। ১ লা বৈশাখ লঞ্চ হয় ভাগীরথীর মিষ্টি কাপ দই এবং পেরা। লঞ্চ হওয়ার পরের দিনই মিষ্টি কাপ দই এর প্রচারে বেড়িয়ে পড়লেন ভাগীরথীর প্রতিনিধিরা। সোমবার বহরমপুরের গোরাবাজার এলাকায় বিভিন্ন আবাসনে ঘুরলেন তারা। মানুষের দ্বারে দ্বারে নক করলেন। গৃহিণী থেকে কর্তা ফ্রি অফ কসটে হাতে তুলে দিলেন মিষ্টি কাপ দই। কেমন লাগল মিষ্টি দই? ফিড ব্যাক নিতে যোগাযোগ নম্বর নিলেন। সকাল সকাল উপহার পেয়ে খুশি আবাসিকরাও।
অনেকেই জানান, ভু প্রাচীন এই সমিতি, শুধু দুধ নয়, লস্যি, ঘি বিভিন্ন ডেয়ারি প্রোডাক্ট স্বাস্থ্য গুন, মান বজায় রাকেহ ভাগীরথী। নতুন মিষ্টি কাপ দইও ভালো লাগছে, জানালেন অনেকেই।
বাজার চলতি অন্যান্য কোম্পানিকে টেক্কা দিতে কি পারবে ভাগীরথী? মানুষের চাহিদা, স্বাস্থ্য গুন বজায় রেখে মানুষের চাহিদা যেনে পরবর্তীতে আরও নতুন কি প্রোডাক্ট বাজারে আনে, সেই দিকেই তাকিয়ে ভাগীরথী।