মধ্যবঙ্গ নিউজ, বহরমপুরঃ বিজেপি নেতাদের দেখলে “গো-ব্যাক” শ্লোগান দেওয়া তৃণমূলের সংস্কৃতি বলে শনিবার কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাগরদিঘি উপনির্বাচন উপলক্ষে দলীয় কাজে আসেন তিনি। তাঁর আসার পথে এদিন তাঁকে লক্ষ্য করে গো ব্যাক শ্লোগান দেয় তৃণমূল কর্মীরা। সেই প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। তিনি বলেন, ” এটা তৃণমূলের সংস্কৃতি। এটাই তারা করছে। মাত্র দুটো লোক এই কাজটা করছে। গ্রামের বাকি লোক দাঁড়িয়ে দেখেছে। তারা বুঝে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এরা হার্মাদ বাহিনী। এদের এটা অসভ্য রাজনীতি। এই দুর্বৃত্তায়ন বন্ধ হওয়া উচিত।” পাশাপাশি এদিন সুকান্ত দাবি করেন, ” লোকসভা ভোটে মানুষ তৃণমূলের দুর্নীতির জবাব দেবে