
মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ভিন রাজ্যে কাজে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের। সূত্রের দাবি, মৃত সামিরুল সুতি ১ নম্বর ব্লকের মদনা এলাকার বাসিন্দা। তাঁর পরিবার সূত্রে জানা যায়, সামিরুল ২০২২ এর ডিসেম্বরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে যায় তামিলনাড়ুতে। সেখানে সে রাজমিস্ত্রীর কাজ করতো। গত মঙ্গলবার সকালে বাসে করে কাজে যাওয়ার সময় বাস থেকে পড়ে যায় সামিরুল।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে পরিবারে। মৃতের আত্মীয়ের দাবি, সংসার চালাতে হিমসিম খাওয়া সামিরুল অর্থ উপার্জনের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল। তবে এইভাবে ফিরতে হবে ভাবতে পারেন নি কেউ। হত দরিদ্র এই পরিবার এখন সরকারি সাহায্যের দিকেই তাকিয়ে রয়েছে।