ড্রেন থেকে এক আঁখের রস বিক্রেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফারাক্কা ব্যারেজ সব্জি মার্কেট এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ফারাক্কার অর্জুনপুরের বাসিন্দা মানিকুল সেখ নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই বাজারে আঁখের রস বিক্রি করতেন।
শুক্রবার সকালেও সে আখের রস বিক্রি করতে আসেন , অন্যান্য ব্যবসায়ীদের সে তার শরীর খারাপ বলে জানান। তারপর থেকে তার খোজ পাওয়া যাচ্ছিল না, দুপুরে স্থানীয়রা দেখেন বাজারের পাশে একটি ড্রেনের মধ্যে অচৈন্য অবস্থায় পরে রয়েছে ওই ব্যবসায়ী।
খবর দেওয়া হয় পুলিশে, তড়িঘড়ি তাকে উদ্ধার করে বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। অসুস্থতার জেরেই মৃত্যু বলে অনুমান স্থানীয়দের।