ডোমকল গুলি কাণ্ডে গ্রেপ্তার তৃনমূল নেতা সহ তিন

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদন: ডোমকলের রঘুনাথপুর মোড়ে গুলিকান্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত তৃনমূল নেতা আসাদুল ইসলাম সহ তিনজন। সোমবার ধৃত আসাদুল ইসলাম, রফিকুল ইসলাম, লেকচার মণ্ডলকে বহরমপুরে সিজেএম কোর্টে তোলা হয়। তদন্তের জন্য পুলিশি হেফাজতের আবেদন চেয়ে অভিযুক্তদের কোর্টে পাঠায় ডোমকল থানার পুলিশ। এই ঘটনায় ৯ জনের নামে এফ আই আর করা হয়। যার মধ্যে মূল তিন জন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। প্রসঙ্গত, রবিবার ডোমকলে প্রকাশ্যে গুলিবিদ্ধ হন স্থানীয় তৃনমূল বুথ সভাপতির ভাই আনোয়ার সাইদ ওরফে জনি। দিনে দুপুরে প্রকাশ্য রাস্তায় চলে এলো পাথারি গুলি। রঘুনাথপুর মোড়ে প্রকাশ্যে আনোয়ার সাইদ ওরফে জনিকে গুলি করে পালায় দুষ্কৃতীরা। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহত হন স্থানীয় বুথ সভাপতিও। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন থাকে বিশাল পুলিশ বাহিনী। গুলিবিদ্ধের পরিবারের অভিযোগের তির স্থানীয় ওয়ার্ড সভাপতি আসাদুল ইসলামের বিরুদ্ধে। গুলিবিদ্ধের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই তৃনমূল নেতা আসাদুল ইসলাম সহ তিনজনকে গ্রেপ্তার করে ডোমকল থানার পুলিশ।

ডোমকল গুলি কাণ্ডে গ্রেপ্তার তৃনমূল নেতা সহ তিন from IMAGIN CTv on Vimeo.