এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ডোমকলে গুলি কান্ডে গ্রেফতার ৩ । নেই রাজনীতি, দাবি পুলিশের

Published on: January 28, 2023

মামুন আব্দুল কায়েমঃ  ডোমকলে শ্যুট  আউটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ । শুক্রবার সন্ধায় ডোমকলের বাজিতপুর সেখপাড়া এলাকায় শ্যুট  আউটের  ঘটনা ঘটে । গুলিবিদ্ধ হয় সমীরুদ্দীন সেখ নামে এক যুবক। বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক । এই ঘটনায় তদন্তে নেমে শুক্রবার রাতেই একজনকে আটক করে পুলিশ। এরপর আরও তিনজনের নাম উঠে আসে।

শনিবার ডোমকল থানার পুলিশ মুর্শিদাবাদ থানা এলাকা থেকে মূল অভিযুক্ত ইন্নাল সেখকে গ্রেপ্তার করে। সে ডোমকলের রমনা সেখপাড়ার বাসিন্দা। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও দুজনের নাম। তাদেরকেও  গ্রেফতার  করে পুলিশ। কায়েশ সেখ বহরমপুরের হাতিনগর এবং মাসাদুল সেখ বহরমপুরের কুতবাপুকুর এলাকার বাসিন্দা। শনিবার ডোমকল থানায় সাংবাদিক বৈঠকে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার লালবাগ অসিম খান। যদিও অতিরিক্ত পুলিশ সুপারের দাবি এই ঘটনার সাথে রাজনৈতিক কোন যোগ নেই ব্যক্তিগত শত্রুতার জেরে এই ঘটনা। ধৃতদের নিজেদের হেফাজতে নিতে শনিবার আদালতে পাঠান হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now