নিজস্ব প্রতিনিধি মধ্যবঙ্গ নিউজ – ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল কংগ্রেস নেতা মহম্মদ জহরের।সোমবার সকালে কলকাতারর এসএসকেএম হাসপাতালে তার মৃত্যু হল।রবিবার রাতেই তাকে বহরমপুরের একটি বেসরকারী নার্সিং হোম থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেখানেই আজ সকালে তার মৃত্যু হয়।পরিবার সুত্রে জানা যায় গত ২৫শে অক্টোবর জ্বরে আক্রান্ত হন।তার পর বহরমপুরের গীতারাম হাসপাতালে ভর্তি করা হয় মহম্মদ জহরকে।শনিবার তাকে বহরমপুর আরএনটি হাসপাতালে ভর্তি করা হয়। হঠাৎই তার হিমোগ্লোবিনের মাত্রা কমতে থাকে সেই সাথে প্লেটলেটও কমতে থাকে।রবিবার বিকেলে তাকে লাইফ সাপোর্ট অ্যম্বুলেন্সে করে কলকাতা নিয়ে যাওয়া হয়। তার মৃত্যুতে মুর্শিদাবাদে রাজনৈতিক মহলে শোকের ছায়া। প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী গভীর শোক জ্ঞাপন করেছেন। তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে মুর্শিদাবাদে রাজনৈতিক ময়দানে প্রবেশ করেন মহম্মদ জহর। একটানা ১৪ বছর মুর্শিদাবাদ জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিলেন মহম্মদ জহর। মৃত্যুর আগে পর্যন্ত তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য ছিলেন।বহরমপুর পৌরসভার কর্মী মহম্মদ জহর দুমাস আগে অবসর নেন। তার স্ত্রী ও পুত্র রয়েছে।