মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ ডাকাতির আগেই পুলিশের জালে দুই। ডাকাটির ছক বানচাল করে দুই দুষ্কৃতীকে আটক করল কান্দি থানার পুলিশ । কান্দির গোলাহাট এলাকা থেকেই আগ্নেয়াস্ত্র, গুলি হাসোয়া সহ দুজনে গ্রেপ্তার করে কান্দি থানার পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাত্রে কান্দির গোলাহাট এলাকায় অভিযান চালায় পুলিশ, সেখানে ডাকাতির উদ্যেশ্যে বেশ কয়েকজন ছিল বলে খবর আসে । বাকিরা পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পরে দুই দুষ্কৃতী।
ধৃত লালু সেখ ও মনিরুল সেখ কান্দির শাশপাড়া এলাকার বাসিন্দা। ধৃতদের কাঁচ থেকে উদ্ধার হয় বন্দুক , গুলি ও হাঁসুয়া ।