মধ্যবঙ্গ নিউজ, সাগরপাড়াঃ প্রাথমিক টেট উর্ত্তীণ চাকরি প্রার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার সাগরপাড়ায়। সোমবার বিকেলে নিজের ঘরের ভেতর থেকেই অমিত মণ্ডলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ায় আত্মঘাতী হয়েছেন যুবক, এমনটাই অনুমান পরিবারের। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে ২০১৭ সালে রাজ্যের প্রাথমিক টেট উর্ত্তীণ হন সাগরপাড়ার দেবীপুরের বাসিন্দা বছর ৩৩ এর অমিত মণ্ডল। টেট পরীক্ষায় উর্ত্তীণ হওয়ায় পরও দীর্ঘদিন টানবাহানার পর চাকরি না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন অমিত মণ্ডল।
অমিতের ছোট বেলার বন্ধু তপন সরকার জানান, ছোট থেকেই মেধাবী ছাত্র ছিলেন অমিত। প্রস্তুতি নিয়ে পাশ করেছিলেন ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষাতেও। কিন্তু চাকরি না হওয়ায় অবসাদ গ্রাস করেছিল অমিতকে। আগে প্রতিদিন বন্ধুদের সাথে আড্ডা দিলেও, গত কয়েক মাস ধরে বন্ধুদের সাথে তেমন ভাবে যোগাযোগ ছিল না তাঁর। বাড়িতে একাই থাকতেন তিনি। এসবের মাঝে সোমবার বিকেলে ঘটল এই মর্মান্তিক ঘটনা। ছেলের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। বাকরুদ্ধ হয়েছেন মৃত অমিত মণ্ডলের বাবা মা।