টাকা দিতে বাড়িতে ভিড় । CBI’এর হাতে গ্রেফতার বড়ঞার কৌশিক । বিধায়কের সাথে ছবি

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  শুক্রবার নিয়োগ দুর্নীতি কাণ্ডের সঙ্গে যুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই।  এরা সকলেই দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করতেন বলেও জানা যাচ্ছে। শুক্রবার যাদের গ্রেফতার করা হয়েছে তাঁরা হলেন, সুব্রত সামন্ত রায়, কৌশিক ঘোষ, শাহিদ ইমাম, শেখ আলী ইমাম, আব্দুল খালেক এবং চন্দন মন্ডল। এর মধ্যে  কৌশিক ঘোষ মুর্শিদাবাদের বড়ঞা থানার ভড়ঞা এলাকার বাসিন্দা। শনিবার সকাল থেকেই দেখা যায়,  ভড়ঞা এলাকায় কৌশিক ঘোষের বাড়িতে তালা ঝুলছে।

গ্রামবাসীদের দাবি, কৌশিকের বাড়িতে টাকা দিতে ভিড় করতেন অনেকে। কিন্তু সেই টাকা কেন দিতে আসতেন তা জানেন না গ্রামের মাননুষ।  ধৃত কৌশিক ঘোষের সাথে  বড়ঞার তৃণমূল  বিধায়ক জীবন কৃষ্ণ ঘোষের একাধিক ছবিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।  স্থানীয়দের একাংশের দাবি।  বহু জায়গায় একসাথে দেখে গিয়েছে কৌশিক ঘোষ ও বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে। যদিও জীবন কৃষ্ণ সাহার দাবি, ওই যুবক তার ঘনিষ্ট নন। অনেকেই বিধায়কের কাছে আসেন। ছবি তোলেন। সেরকমই ছবি তুলেছিলেন কৌশিক।