এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Adhir Chowdhury praised the junior doctors”জুনিয়ার ডাক্তাররা দেখিয়ে দিল”  কর্মবিরতি ওঠায় প্রশংসায় অধীর

Published on: September 21, 2024

Adhir Chowdhury praised the Junior doctors    শনিবার থেকে ফের কাজে ফিরলেন জুনিয়র ডাক্তাররা। জুনিয়র ডাক্তারদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের আন্দোলনের প্রশংসায় বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শনিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, ” জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিল পশ্চিমবঙ্গের সরকারকে , সমাজকে , আমাদের সকলকে যারা রাজনীতি করি- যে আন্দোলন ও সমাজসেবা এক সাথে করা যায়”। তিনি আরও বলেন, ” আন্দোলনও হোক সেবাও হোক। আজকে ডাক্তাররা আন্দোলনও করছে পাশাপাশি সেবাও দিচ্ছে। অর্থাৎ বাংলার সরকার আর ডাক্তারদের দিকে আঙুল তুলতে পারছেন না যে তাদের উদাসীনতার জন্য এবাংলায় রোগীরা মারা যাচ্ছে।”

আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কর্মবিরতিতে চিকিৎসা পরিষেবা ব্যহত হচ্ছে, অভিযোগ করেন খোদ মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে অধীরের পাল্টা তোপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর অভিযোগ- ” বাংলায় কত রোগী যে আপনি মেরেছেন এই ভুয়ো জাল ওষুধ খাইয়ে তার তদন্ত করতে দিদি আপনি পারবন না। আপনি জানতেন না সেকথা? আমি ও বাংলার কেউ বিশ্বাস করে না। “

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now