রবীন্দ্রনাথ কৈবর্ত, আন্দি: অবশেষে সিবিআই-এর হাতে গ্রেফতার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সোমবার ভোরে জীবনকৃষ্ণ সাহাকে সিবিআইয়ের গাড়িতে তোলা হয়। ভোর ৫.১৫র সময়ে স্ত্রী টগর সাহার হাতে গ্রেফতারির কাগজ দিয়ে নিজাম প্যালেসের উদ্দেশ্য রওনা দেয় সিবিআই-এর গাড়ি। শুক্রবার দুপুরে সাড়ে বারোটার সময় জীবনের বাড়িতে হানা দেয় সিবিআই। মোবাইল পুকুরে ফেলা থেকে পাঁকে নেমে তল্লাশি, একাধিক নাটকীয় ঘটনা ঘটেছে সিবিআই তল্লাশি জুড়ে। অবশেষে জবনিকা পতন। গ্রেফতার জীবন সাহা।
(বিস্তারিত আসছে)