জলঙ্গী সীমান্তে বাংলাদেশিকে ধাওয়া বিএসএফ’এর , উদ্ধার ৩৫ কেজি গাঁজা

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  ডগ স্কোয়াডের সহায়তায় এক বাংলাদেশী পাচারকারীকে আটক করল বিএসএফের ১৪১ ব্যাটেলিয়নের জওয়ানরা। বৃহস্পতিবার রাতে জলঙ্গির বাউসমারী এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তে পিছু ধাওয়া করে হাতেনাতে ধরা হয় ওই বাংলাদেশিকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ৩৫ কেজি গাঁজা । বিএসএফ সূত্রে খবর গভীর রাতে মধুগাড়ির মাঠ এলাকা দিয়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় কাউকে যেতে দেখেন তারা। সন্দেহ হওয়ায় ডগ স্কোয়াড নিয়ে তল্লাশি শুরু করা হয়। পিছু ধাওয়া করে বাউসমারী এলাকা থেকে আটক করা হয় স্বপন মন্ডলকে। তাঁর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৩৫ কেজি গাঁজা। ধৃত বাংলাদেশের কুষ্টিয়া জেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে।