মধ্যবঙ্গ নিউজ , জঙ্গিপুরঃ মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে হঠাৎ উধাও এক সদ্যোজাত শিশু । উধাও হওয়ার বেশ কয়েক ঘণ্টা পর জঙ্গিপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড এলাকা থেকে উদ্ধার হল ওই সদ্যোজাত । জানা গিয়েছে, মার্চের ৩০ তারিখ জন্ম হয় ওই শিশুর। বুধবার দুপুরে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ওই সদ্যোজাত দেখতে আসেন পরিবারের এক মহিলা আত্মীয় । তার কিছুক্ষণ পর তিনি ওই সদ্যোজাতকে নিয়ে বাইরে বেড়িয়ে যান বলে অভিযোগ । জানাজানির কয়েক ঘণ্টা পর জঙ্গিপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে হদিশ মেলে সদ্যোজাত ও পরিবারের ওই আত্মীয়ের। জানা গিয়েছে ওই মহিলা সদ্যোজাতকে নিয়ে ওই ওয়ার্ডের বাসিন্দা তপন হালদারের বাড়িতে ঢুকে পড়েন । তপন হালদারের পরিবারের দাবী ওই মহিলা তাঁদের জানান , তিনি কিছুক্ষন ওই বাড়িতে থাকতে চান। তারপরই পরিবারের লোকজন জানতে পারে ওই মহিলার কাছে সদ্যোজাত শিশু রয়েছে। সেই শিশুর কাছে রয়েছে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের টোকেন। যা দেখে সন্দেহ হয় ওই বাড়ির সদস্যদের। তারাই খবর দেন পুলিশকে। পুলিশ এসে মহিলা ও সদ্যোজাত উদ্ধার করে জঙ্গিপুর সুপার স্পেসালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে কীভাবে পরিবারের ওই মহিলা আত্মীয় ওই শিশুকে নিয়ে বাইরে নিয়ে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মহিলাকে আটক করেছে। জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ অবিনাশ কুমার জানান, শিশুটির মা নিজেই শিশুটিকে নিয়ে বাইরে চলে গিয়েছিলেন। পরে ফিরে এসেছেন। মহিলার শরীরের হিমোগ্লোবিন কম থাকায় কয়েকিদন হাসপাতলে রাখতে চেয়েছিলেন চিকিৎসকরা। বর্তমানে মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন।
জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু বাইরে গেল কীভাবে ?
Published By: Madhyabanga News |
Published On: