জঙ্গীপুর ও ধুলিয়ান পৌরসভার ভোট কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাল বিজেপি। পৌরসভা ভোটে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়নের দাবিতে সোমবার জঙ্গীপুরে মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে বিজেপি।
বিজেপি’র মিছিল শুরু হয় ম্যাকেঞ্জি পার্ক থেকে। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। মিছিল করে মহকুমা শাসকের সামনে হাজির হন বিজেপি উত্তর সাংগঠনিক জেলার সভাপতির নেতৃত্বে দলীয় নেতা, কর্মীরা। জঙ্গীপুর ও ধুলিয়ান পৌরসভা ভোটে সুষ্ঠ ও অবাধ নির্বাচনের দাবিতে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। বিজেপি নেতৃত্বের দাবি, কেন্দ্রীয় বাহিনী না থাকলে ভোট লুট করবে তৃণমূল কংগ্রেস।