সবুজ ঝড়ে জঙ্গিপুর পৌরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। জঙ্গিপুর পৌরসভার মোট ২১ টি ওয়ার্ডের মধ্যে – তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে ১৫ টি তে, সিপিআই(এম) ৩ টি আসনে , কংগ্রেস ২ টি আসনে এবং বিজেপি ১ টি ওয়ার্ডে জয়ী হয়েছে।
বুধবার সকাল থেকেই ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের সমাগম। গণনা শুরু পর থেকেই এগিয়ে থাকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। অবশেষে তৃণমূলের জয় জঙ্গীপুরে। ২০১৫ র পুরসভা ভোটে- সিপিএম পেয়েছি ১৩ টি আসন, কংগ্রেস ৫ টি, বিজেপি ১ টি, আর এস পি ১ টি এবং এস ইউ সি আই ১ টি তে। ২০২১ এর বিধানসভা ভোটে তৃণমূল এগিয়েছিল ১৬ টি ওয়ার্ডে এবং বিজেপি ৫ টি। ২২ এর পুরসভা ভোটে ১৫ টি আসন নিজেদের দখলে রাখল তৃণমূল।