ধুলিয়ান পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড। পৌরসভা ভোটে এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বাবা ও ছেলে। বাবা কংগ্রেস দলের প্রার্থী আর ছেলে মনোনয়ন দাখিল করেছেন নির্দল প্রার্থী হিসেবে । যদিও প্রতিদ্বন্দ্বি হয়ে নয় বাবার হয়েই ভোটের প্রচার সারছেন ছেলে। যা নিয়ে চর্চাও বেড়েছে রাজনৈতিক মহলে।
বাবা আলী মহম্মদ বদরুল ইসলাম কংগ্রেস মনোনীত প্রার্থী আর ছেলে মহম্মদ আমির সোহেল নির্দল। এলাকায় গ্রামীণ চিকিৎসক হিসেবে নাম ডাক রয়েছে আলী মহম্মদ বদরুল ইসলামের । একসময় সিপিআই(এম) এর নেতা হিসেবে পরিচিত ছিলেন । ২০১০ সালে সিপিআই(এম) এর প্রার্থী হন তাঁর স্ত্রী। ২০১৫ সালে তৃণমূলের প্রতীকে প্রার্থী হয়েছিলেন ১১ নম্বর ওয়ার্ডেই। আর এবার তিনিই কংগ্রেসের হয়ে ভোটের লড়াইয়ে।
যদিও এবার ভোটে কৌশল অবলম্বন করলেন প্রার্থী। যে কৌশলের কথা নিজেই বললেন কংগ্রেস প্রার্থী জানান, ভুলভ্রান্তি থাকলে মনোনয়ন বাতিল হতে পারত, সেক্ষেত্রে ছেলেকে ছায়াসঙ্গী করে ভোট প্রচার করার উদ্দ্যেশ্যেই ড্যামী হিসেবে এই কৌশল। ছেলেও জানান, নির্দল প্রার্থী হলেও বাবার হয়েও ভোট প্রচারে ব্যস্ত তিনি। কোন প্রতিদ্বন্দ্বিতা নেই।