Madhyabanga News: শারোদৎসব, কালী পুজো পেরলেও উৎসবের রেশ কাটেনি। ছট পুজোর আড়ম্বর নেহাত কম নয়। জেলার বিভিন্ন প্রান্তে গঙ্গার ঘাট গুলিতে রীতি মেনে সূর্য দেবের আরাধনা। রঘুনাথগমঞ্জের সদর ঘাটে রবিবার বিকেল থেকেই বাদ্যযন্ত্র সহযোগে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে পুন্যার্থীদের সমাগম। গঙ্গার জলে দাঁড়িয়ে সূর্য দেবের উদ্দেশ্যে প্রার্থনা প্রাচীন প্রথা মেনেই। এদিন ছট পুজোতে দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ঘাটে ঘাটে নজরদারি চালান হয়।