Madhyabanga News: ছটপুজোয় উৎসবমুখর ফরাক্কা। বিভিন্ন গঙ্গার ঘাটে ঢল নেমেছে পুনারথিদের। রবিবার বিকেলে ঢাক ঢোল নিয়ে, বাজনার তালে তালে কচি কাচা সকলেই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সূর্যের উপাসনায় সামিল হলেন। ফরাক্কার গান্ধীঘাট সংলগ্ন গঙ্গাঘাট, বিন্দুগ্রাম গঙ্গাঘাট সহ বিভিন্ন ঘাটে ঘাটে সুর্য দেবের আরাধনার চেনা ছবি দেখা গেল। দুবছর করোনার জেরে নানা বিধিনিষেধ থাকলেও এবারে তা না থাকায় উৎসবে সামিল হলেন সকলে। এদিন দুর্ঘটনা রুখতে প্রশাসনের পক্ষ থেকে ঘাট গুলিতে ছিল করা নিরাপত্তা ব্যবস্থা।