চড়া দামে আলু কেনাই দায় – বলছেন হরিহরপাড়াবাসী

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ আলুর দাম নিয়ন্ত্রনে আনে বাজারে বাজারে পরিদর্শন চলেছে, পুলিশ প্রশাসনের তরফে। কিন্তু তবুও- আলুর দামে লাগাম টানা যাচ্ছে না। লাগামছাড়া আলু, লাগাতার ক দিন ধরে আলুর দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছেন আম জনতা। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে আলুর চড়া দাম। হরিহরপাড়া বাজারে লকডাউনের পরের দিন অর্থাৎ মঙ্গলবার কোথাও আলু কেজি প্রতি ৩০ টাকা দরে বিক্রি হয়, কোথাও আবার তারও বেশি। বিক্রেতারা বলছেন, কোন ভাবেই ২৫ টাকা দরে আলু বিক্রি করা যাচ্ছে না। কারণ হিসেবে অবশ্য বলছেন, ফলন কম, অনেক ক্ষেত্রেই আলু নষ্টও হয়ে যাচ্ছে।

সব্জি বাজারে এসে আলু না কিনেই ফিরছেন অনেকেই। প্রত্যেকেই চাইছেন আলুর দাম কমুক দ্রুত।

করোনা আবহে আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছেন বহু মানুষ। তাঁর উপর সব্জির বাজার আগুন- কি ভাবে সামলাবেন বুঝে উঠতেই পারছেন না অনেকেই।

দিন দিন বেড়ে চলা আলুর দামের সাথে সব্জির দামও ধরা ছোঁয়ার বাইরে। হরিহরপাড়ার বাসিন্দারা বলছেন, সব্জির মধ্যে আলু ঘরে ঘরেই প্রয়োজনীয়। কিন্তু সেই আলুই আজ নাগালের বাইরে।