Madhyabanga News : সুবর্ণজয়ন্তী বর্ষে এবার কালী পুজোতে অভিনব উদ্যোগ নিল লালগোলার শ্রীমন্তপুর পাল পাড়ার রুদ্র সংঘের পুজো কমিটির সদস্যরা। চাঁদির প্রতিমা তৈরি করে এবারের পুজোয় চমক দিয়েছে পুজো কমিটির সদস্যরা। এবার ৫০ বছরের এই পুজোতে ক্লাবের সদস্য স্বর্ণশিল্পীদের হাতের ছোঁয়ায় তৈরি করা হয়েছে চাঁদির কালী প্রতিমা। এই প্রতিমার উচ্চতা সাড়ে সাত ফুট এবং চওড়ায় চার ফুট তিন ইঞ্চি। জানা গেছে ১৩ কেজি রূপো দিয়ে তৈরি করা হয়েছে কালী প্রতিমা টি । প্রায় আড়াই মাসের অক্লান্ত পরিশ্রমে চাঁদির প্রতিমার রূপ দিয়েছেন ক্লাবেরই চার স্বর্ণশিল্পী সদস্য। প্রতি বছরই কালী পুজোয় নতুন কিছু ভাবনা নিয়ে চমক দেয় এই পুজো কমিটি । চাঁদির প্রতিমা দর্শনে এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। একই সাথে প্রশংসাও পাচ্ছেন শিল্পীরা ।