মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সরকারি বাসে চলছিল পাচার। দশ জনের দলে ছিলেন ৫ জন মহিলা। গোপন সুত্রে খবর পেয়ে সাগরদীঘিতে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে ১ কুইন্টাল ৮ কেজি গাঁজা সহ ১০ জনকে গ্রেপ্তার করল সাগরদীঘি থানার পুলিশ । পুলিশ সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে তল্লাশি শুরু করে সাগরদীঘি থানার পুলিশ।
একটি সরকারি বাসে তল্লাশি চালানোর সময় বাস থেকে উদ্ধার হয় ১ কুইন্টাল ৮ কেজি গাঁজা বলে পুলিশ সুত্রে খবর। এই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ,এর মধ্যে ৫ জন মহিলাও রয়েছে। ধৃত ৯ জন বেলডাঙ্গা থানা এলাকার বাসিন্দা ও একজন নদীয়া জেলার কালীগঞ্জ থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সুত্রে খবর । শুক্রবার ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা কোর্টে পাঠায় পুলিশ। সরকারি বাসে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজা তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।